২৪ ঘণ্টার ব্যবধানে ৩ ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব


দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ব্যস্ত সময় কাটাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। রাজনৈতিক জটিলতার কারণে দেশে ফেরাও অনিশ্চিত থাকায় তিনি আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি লিগে নাম লিখিয়েছেন সাকিব

আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন টুর্নামেন্টের নতুন দল রয়্যাল চ্যাম্পসে। ইনস্টাগ্রামে রয়্যাল চ্যাম্পস জানিয়েছে,

“গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারের অংশ। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য।”

গ্লোবাল লিগে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্সের হয়ে

ইন্ডিয়ান হ্যাভেন লিগে প্রথমবার অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। তবে কোন দলে খেলবেন, সেটি এখনও নিশ্চিত হয়নি।

সাকিব নিজেও এক ভিডিও বার্তায় এই টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলায় অংশ নেওয়ায় সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেট মহলে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারছেন।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ