অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫, সময়ঃ ০৫:২৯
রাজধানীতে ২৪ ঘণ্টার মধ্যে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলো—
মো. জাহাঙ্গীর কবির (৫৪), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানা ঝটিকা মিছিলের সংগঠক ও তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগ নেতা
আবু সাঈদ স্বপন (৪৭), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান
মো. মকবুল হোসেন (৫৮), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য
মো. আতিকুর রহমান বাবু (৬৪), ঢাকা মহানগর ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক
মো. মনির হোসেন (৪৮), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১৮ নং ওয়ার্ডের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
মো. রাহাদ চৌধুরী (২৫), নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি
গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (৬০), বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
মো. রাজীব (৩৬), তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি
ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুর ৩:৩০ মিনিটে বিমানবন্দর থানাধীন সিভিল অ্যাভিয়েশন এলাকা থেকে জাহাঙ্গীর কবির গ্রেপ্তার।
বিকাল সাড়ে ৪টায় কলাবাগান থানাধীন গ্রীনরোড সমরিতা হাসপাতালের সামনে থেকে আবু সাঈদ স্বপন গ্রেপ্তার।
রাত ১১:৪৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ব্লক-সি থেকে মো. মকবুল হোসেন গ্রেপ্তার।
একই সময়ে পল্লবী থানা এলাকা থেকে মো. আতিকুর রহমান বাবু গ্রেপ্তার।
রাত সাড়ে ১২টায় গুলশান থানাধীন নদ্দা এলাকা থেকে মো. মনির হোসেন গ্রেপ্তার।
রাত ১০:৪৫ মিনিটে শাহ আলী থানা এলাকা থেকে মো. রাহাদ চৌধুরী গ্রেপ্তার।
রাত ৮টায় বেইলি রোড এলাকা থেকে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার ও মো. রাজীব গ্রেপ্তার।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ