চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার


চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় তানজিম (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বহদ্দারহাটের নুরনগর হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিম দাবি করেছেন—উদ্ধার করা নোটগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য ছাপানো হয়েছিল। তিনি চট্টগ্রামের আন্দরকিল্লার অঙ্কুর প্রিন্টার্স থেকে প্রতি বান্ডেল ৩০ টাকায় ছাপিয়ে এনে ৬০০ টাকায় বিক্রি করতেন। এতে তিনি ভালো মুনাফা পেতেন।

তবে র‌্যাব কর্মকর্তারা বলছেন, এসব নোট “শুটিং প্রপ” নয়, বরং সত্যিকারের জাল মুদ্রা।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন,

“সরকার কাউকেই টাকা ছাপানোর অনুমতি দেয়নি। এখানে আমরা প্রকৃত জাল নোট পেয়েছি, যেগুলো অনলাইনের মাধ্যমে কেনাবেচা করা হতো।”

র‌্যাব আরও জানায়, সিলেটে আগের এক অভিযানে জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ায় অভিযান চালানো হয়। ইতোমধ্যে যেখান থেকে নোটগুলো ছাপানো হয়েছে, সেখানকার দুজনকেও হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ