অফিস ডেস্ক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মুন্সীগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে একযোগে বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর তদারকিতে জেলার সকল থানা ও ফাঁড়ির আওতাধীন প্রতিটি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। জেলা পুলিশের সদস্যরা মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক, সিএনজি ও অটোসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির পাশাপাশি নিয়মিত টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক ও অপরাধ দমনে এই বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।